পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার এলাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিলের (সম্মান) প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষ-২০২০–এর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ বছর। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে মার্চে এবং চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয় এপ্রিলে। সেই হিসাবে প্রায় পাঁচ মাসেও ফল প্রকাশ করা হয়নি।